Recent Posts

#strawberry no bake cheese cake


যা লাগবেঃ

ডাইজেস্টিভ বিসকিট ২পেকেট,বাটার ১০০ গ্রাম, ক্রীম চীজ ২৫০মিলি,হেভী ক্রীম ২০০মিলি,কন্ডেন্সড মিল্ক ১কঊটা, তরল দুধ ১/২কাপ, চিনি ১/২ ক্যাপ,  স্ট্রবেরী আস্ত এবং স্লাইস ২৫০গ্রাম

যেভাবে করবেন

প্রথমে  সবটা বিসকিট গুরু করে গ লানো বাটার মিশিয়ে স্প্রিং ফর্ম মোল্ড এ হাত দিয়ে চেপে চেপে বসিয়ে ফ্রীজে রাখতে হবে ৩০মিনিট এর মত। আধা আধি করে কাটা স্ট্রবেরী মোল্ড এর চারপাশে বসিয়ে দিতে হবে। এবার ক্রীম চীজ,হেভী ক্রী্‌ম,কন্ডেন্সড মিল্ক , চিনি এবং তরল দুধ বীটার এ বীট করতে হবে ৪/৫মিনিট এর মত। এখন ফ্রীজ এ রাখা বিস্কিট এর মোল্ড ফ্রীজ ঠেকে বের করে এই মিশ্রণটি ধেলে দিতে হবে। ১০মিনিট পর উপরে স্ট্রবেরী সাজিয়ে আরো ৪/৫ঘ্নটা ফ্রীজ এ রাখতে হবে

#strawberry no bake cheese cake #strawberry no bake cheese cake Reviewed by mitadeep on 21:51 Rating: 5

No comments:

Facebook

Powered by Blogger.